Science

বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায় কেন?

বৃষ্টির আগ মুহূর্তে আমরা লক্ষ্য করলে দেখি আকাশের রং কালো হয়ে যায়। মূলত মেঘগুলো কাল দেখানোর কারণেই আমরা এমন টা দেখতে পাই। মেঘের রং এর পার্থক্যের কারণে আকাশের রং কালো দেখায়।

বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায় কেন: বৃষ্টির আগ মুহূর্তে আমরা লক্ষ্য করলে দেখি আকাশের রং কালো হয়ে যায়। মূলত মেঘগুলো কালো দেখানোর কারণেই আমরা এমন টা দেখতে পাই। মেঘের রং এর পার্থক্যের কারণে আকাশের রং কালো দেখায়। মেঘের রং কিসের উপর নির্ভর করে? এবং মেঘের রং সাদা, কালো বা ধূসর রংয়ের কেন হয়? এই সংক্রান্ত তথ্য সমূহ আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর উদ্দেশ্যে আমরা প্রয়োজনীয় সকল তথ্য গুলো ধাপে ধাপে উল্লেখ করেছি। আজকের এই নিবন্ধ থেকে বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায় কেন এই সংক্রান্ত সকল তথ্য জানা যাবে। Read in English

Make Money Online With Mobile 2022

প্রতিদিন ফ্রি ১০০ টাকা মোবাইল রিচার্জ করুন অথবা বিকাশে টাকা নিন

বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায় কেন এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে হলে অবশ্যই আমাদের প্রাথমিক কিছু তথ্য জানতে হবে। এই তথ্যগুলো যান আমরা আকাশের রং এর পরিবর্তনের কারণসমূহ বুঝতে পারব। এই তথ্য গুলোর মধ্যে রয়েছে মেঘ, মেঘের ভেসে বেড়ানো, মেঘের রং এর সূর্যের আলোর প্রভাব, এবং মেঘ এর রঙ পরিবর্তন। আমরা এই সকল তথ্য সমূহ আজকে বিস্তারিত আলোচনা করব।

আমরা সর্বপ্রথমেই যে তথ্যটি জানবো সেটি হচ্ছে মেঘ কি?

মেঘ কি?

মেঘ হলো ভাসমান জলকণা। পৃথিবী থেকে সূর্যের তাপে যে সকল প্রাণী বা দলগুলোর জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায় সেগুলোই মেঘ আকারে ভাসতে থাকে। বিজ্ঞান মতে, মেঘ হলো পৃথিবী তথা কোন গ্রহ উপগ্রহ থেকে সৌরজগতের আবহমন্ডলের ভাসমান অদৃশ্যমান স্ফটিক যাকে সাধারণত জল কণার সমষ্টি বলা হয় বা বোঝায়। দিনে দিনে বিজ্ঞানের অগ্রগতি ঘটছে এবং পৃথিবী বা প্রকৃতির নানা বিষয় নিয়ে নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছে।

বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায়

বর্তমান বিজ্ঞান মেঘ বিষয়ক বিভিন্ন গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানের এই গবেষণাগুলো মাথায় রেখে মেঘের অনেকগুলো সংজ্ঞা তৈরি করা যায়। কয়েকটি সংজ্ঞা আমাদের আজকের এই নিবন্ধে উল্লেখ করলাম।বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায় কেন

“মহাকর্ষ বলের প্রভাবে আকৃষ্ট দৃশ্যমান কোনো ভরকে মেঘ বলা হয়।”

আবারো বলা যায় “মেঘ হলো জলীয়বাষ্প যা পরিবর্তিত হয়ে আকাশে ভেসে থাকে”

পৃথিবীতে অবস্থানরত ধূলিকণা জল সমস্ত মিলে মেঘ তৈরি হয়। পৃথিবীর বায়ুমন্ডলে অবস্থানরত ক্ষুদ্র ধূলিকণা ও জলকন্যা একত্রিত হয়ে মেঘ আকারে আকাশে ভেসে বেড়ায়।Cloud-Becomes-Black-Before-the-Rain

মেঘ কিভাবে আকাশে ভাসে?

এই যে আমরা জানলাম মেঘ হল ভাসমান জল কনা। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে এই মেঘ আকাশে কিভাবে ভেসে বেড়ায়। মেঘ তৈরির মূল উপাদান হলো জলীয় বাষ্প। জলীয়বাষ্প বাতাসের চেয়ে হালকা যার ফলে পানি থেকে জলীয় বাষ্প তৈরি হয়েছে দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। যেহেতু পানি থেকে জলীয় বাষ্প তৈরি হয় এবং এই জলীয়বাষ্পের ঘনত্ব বাতাসের ঘনত্বের চেয়ে কম বা হালকা সেহেতু মেঘ উপরের দিকে উঠতে থাকে।

আর মেঘ বাতাসের চেয়ে হালকা হওয়ার কারণেই আকাশে ভেসে ভেসে বেড়াতে পারে।

মেঘের রং কিসের উপর নির্ভর করে?

আমরা আকাশের দিকে তাকালে মেঘের রং বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে পাই। কখনো আকাশ থাকে মেঘমুক্ত নীল রঙের। কখনো সাদা পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়। কখনো আকাশে দেখা মেলে ধূসর রঙের মেঘের। আবার আমরা কখনও সখনও কুচকুচে কালো রঙের মেঘ দেখতে পাই। এইযে মেঘের এতগুলো রং, এগুলো কিসের উপর নির্ভর করে? বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায়বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায়

আমরা জানি যখন আমরা কোনো বস্তুর দিকে তাকাই তখন সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে যার ফলে আমরা সে বস্তুটিকে দেখতে পাই। এখন আমরা কোন বস্তুকে কি রঙের দেখব সেটি নির্ভর করে ঐ বস্তুর শোষণ ক্ষমতার উপরে। সকল বস্তুই কোন না কোন রং শোষণ করে এবং বাকিটা ত্যাগ করে। একটি বস্তু যে রংটি শোষণ করতে পারে না বা প্রতিফলিত করে সেটি আমাদের চোখে আসে বস্তুটিকে সে রঙের দেখতে পাই। অর্থাৎ মেঘে যখন সূর্যের আলো পড়ে তখন সবগুলো রং প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা মেঘকে সাদা দেখি।Cloud-Looks-Black-Before-the-Rain

আবার মেঘ যদি কোন সময় সূর্যের সকল রঙের আলো শোষণ করে ফেলে তখন সেই মেঘকে আমরা কাল দেখব। অর্থাৎ মেঘের রং আমরা বিভিন্ন রকম দেখি প্রতিফলনের কারণে। মেঘের রং নির্ধারণ করে এর প্রতিফলনের ক্ষমতার উপরে। আলোর বিভিন্ন প্রতিফলনের কারণেই আমরা অনেক সময় অনেক রঙের মেঘ দেখতে পাই।

মেঘের রং এর ক্ষেত্রে সূর্যের আলোর প্রভাব

মেঘ যখন হালকা ভাবে আকাশে ভাসতে থাকে তখন সূর্যের আলোতে পড়লে তা সহজেই প্রতিফলিত হতে পারে। যার ফলে সকল আলো প্রতিফলিত হয় এবং আমরা মেঘ সাদা দেখতে পায়।বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায়

কিন্তু যখন মেঘ অতি ঘন হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি করে তখন এর মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হতে পারে না। তখন মেঘ অধিক ঘন অবস্থায় থাকে। এই ঘন অবস্থানকে সূর্যের সকল আলোগুলো নিজের মধ্যে শোষণ করে ফেলে। এবং সব আলো শোষণ করার ফলে সেখান থেকে নির্দিষ্ট কোন রং আমাদের চোখে এসে পড়ে না এবং আমরা মেঘকে কালো দেখতে পাই।

অর্থাৎ মেঘের রং কেমন দেখাবে বা আমরা কোন রঙের মেঘ দেখতে পাবো যদি সম্পূর্ণ নির্ভর করে সূর্যের আলো কতটা প্রতিফলিত হলো তার ওপরে। বৃষ্টির আগে আকাশের রং কালো দেখায়.

মেঘ কতগুলো রং ধারণ করতে পারে

আমরা অনেক সময় অনেক রঙের মেঘ দেখে থাকি। এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝেছি মেঘ এর রং এর ভিন্নতা কেন সৃষ্টি হয়। আলোর প্রতিফলনের ফলে আমরা নানা রঙের মেঘ দেখতে পাই।

যখন মেঘ অতি হালকা থাকে অর্থাৎ সূর্যের সবগুলো আলোর প্রতিফলন ঘটতে পারে তখন আমরা মেঘকে সাদা দেখতে পাই।বৃষ্টির আগে আকাশের রং কালো হয় কেন

আবার যখন মেঘ অনেক ঘন থাকার ফলে কোন রং প্রতিফলন ঘটতে পারে না তখন আমরা মেঘকে কালো দেখতে পাই।

এই সময়ের মাঝে মেঘ যখন হালকা থেকে আস্তে আস্তে ঘন মাধ্যমে যেতে থাকে তখন মেঘের রং এর ভিন্নতা দেখা যায়।

আস্তে আস্তে হালকা অবস্থা থেকে ঘন অবস্থার দিকে আসতে থাকলে মেঘের প্রতিফলন করার ক্ষমতা কমতে থাকে। যার ফলে সাদা মেঘ আস্তে আস্তে ধূসর হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত আমরা তাকে কালো মেঘ হিসেবে দেখতে পাই।

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information