গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি? গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত।
গ্র্যান্ডফাদার প্যারাডক্স [Grandfather Paradox] সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

গ্র্যান্ডফাদার প্যারাডক্স: জীবনে চলার সময় আমরা এমন কিছু উক্তি বা বাক্য দেখতে পাই যেখান থেকে কোন নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোন একটি সিদ্ধান্ত নিলে অপরটির সম্পূর্ণ বিরোধী হয়ে যায়। কোন ক্ষেত্রে একটি সিদ্ধান্তকে সম্পূর্ণ সত্য অথবা মিথ্যা বলে নির্ধারণ করা যায় না। এই ধরনের সিদ্ধান্ত গুলোকে বলা হয়। বর্তমানে পৃথিবীতে এমন অনেক প্যারাডক্স রয়েছে। এই সকল প্যারাডক্স গুলোর কোন সমাধান নেই তবে বিশেষ জ্ঞানী বা বিজ্ঞানীদের কিছু মতবাদ থাকে। Read in English
Make Money Online With Mobile 2022
প্রতিদিন ফ্রি ১০০ টাকা মোবাইল রিচার্জ করুন অথবা বিকাশে টাকা নিন
অসংখ্য প্যারাডক্সের মধ্যে অন্যতম একটি হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি যদি গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আজকের এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন।
গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি?
গ্র্যান্ডফাদার প্যারাডক্স হল এমন একটি পরস্পর স্ববিরোধী। প্যারাডক্স এর অর্থই হলো আপাতদৃষ্টিতে স্ববিরোধী।
মনে করুন আপনি একটি টাইম মেশিন তৈরি করলেন। সেই টাইম মেশিন ব্যবহার করে অতীতে গিয়ে আপনার দাদা দাদির পরিচয় হওয়ার পূর্বেই তাকে হত্যা করলেন। এখন যেহেতু আপনার দাদা দাদির পরিচয় বা বিয়ে হয়নি সেহেতু আপনার বাবার জন্ম হওয়ার সম্ভাবনা শেষ। যদি আপনার বাবা জন্মই না নেই তাহলে আপনি আমার জন্ম হয়নি। এখন আপনার যদি জন্ম না হয় তাহলে আপনি টাইম মেশিন বানাতে পারবেন না এবং ও দিতে গিয়ে আপনার দাদা কে হত্যা ও করতে পারবেন না।
এখানে এই উক্তিটি কোন ভাবেই সমাধান করা সম্ভব না। এটাই গ্র্যান্ডফাদার প্যারাডক্স।
ফেসবুক থেকে আয় করার উপায় । 2022 সালে ফেসবুক থেকে আয়
গ্র্যান্ডফাদার প্যারাডক্স (Grandfather Paradox)
এখন ভাবুন যখন আপনি অতীতে গিয়ে আপনার দাদা কে হত্যা করবেন তখন আপনার জন্ম গ্রহণ করার সম্ভাবনা একদম শেষ। সেই সময়টিতে আপনার কি হবে। যেহেতু আপনার দাদা মারা গেছে তাই আপনি ভবিষ্যতে কোনো ভাবে জন্ম গ্রহণ করতে পারেন না তাহলে আপনার কি আদৌ কোনো অস্তিত্ব থাকবে তখন। কি হবে আপনার? আপনার দাদা কে হত্যা করার পর কি আপনি হাওয়ায় মিলিয়ে যাবেন।
টাইম ট্রাভেলের এই যে, স্ববিরোধী একটা ঘটনা এটি গ্র্যান্ডফাদার প্যারাডক্স। আরো অনেক প্যারাডক্স রয়েছে। যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে।
গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এক আজব সম্ভাবনা
যেই মুহুর্তে অতীতে গিয়ে আপনি আপনার দাদা কে হত্যা করবেন তখনি আপনার জন্ম নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে। এখন যদি আপনি জন্ম গ্রহণ না করেন তাহলে আপনার দাদা কে হত্যা করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ তার মৃত্যু হবে না, তাহলে অবশ্যই আপনার বাবার জন্ম ঘটবে এবং আপনার ও জন্ম ঘটবে। ঠিক এই সময় আপনি টাইম মেশিন তৈরি করে আপনার দাদা কে হত্যা করতে গেলেন। তাকে হত্যা করলেন এবং যার ফলে আপনার বাবার বা আপনার জন্ম নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল।
এইটা এমন একটি সময়ের ধাঁধা যা কোনদিনও সমাধান করা সম্ভব নয়।
আরো কিছু প্যারাডক্স
বর্তমান সময়ে অনেক তারা রয়েছে যেগুলোর সমাধান প্রদান করা সম্ভব হয়নি। নীচে প্রায় ২০ প্যারাডক্সের নাম উল্লেখ করা হলো।
- গ্র্যান্ডফাদার প্যারাডক্স
- জেনোর প্যারাডক্স
- ডিকো টমি প্যারাডক্স
- মিথ্যাবাদী পারাডক্স
- সিপ অফ থেসিয়াস প্যারাডক্স
- রাসেল প্যারাডক্স
- সরাইটিজ প্যারাডক্স
- হ্যাংম্যান প্যারাডক্স
- ইন্টারেস্টিং নাম্বার প্যারাডক্স
- হ্যাঁ – না প্যারাডক্স
- আগন্তুক ও নগর রক্ষী প্যারাডক্স
- সত্য-মিথ্যা প্যারাডক্স
- নাপিত প্যারাডক্স
- সক্রেটিসের প্যারাডক্স
- রেস্টুরেন্ট প্যারাডক্স
- কোন খামটি নিবেন পারাডক্স
- অ্যাবিলিন প্যারাডক্স
- দ্যা টুইন পারাডক্স
- বুটস্ট্র্যাপ প্যারাডক্স
- খুনি কে প্যারাডক্স
পরবর্তী কোন সময়ে সকল প্যারাডক্স নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। কোন প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের চাহিদা মত যে কোন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তথ্যসুত্রঃ ইন্টারনেট