বুটস্ট্র্যাপ প্যারাডক্স কি? বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত তথ্য।
বুটস্ট্র্যাপ প্যারাডক্স [Bootstrap Paradox] সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

বুটস্ট্র্যাপ প্যারাডক্স: প্যারাডক্স শব্দের আভিধানিক অর্থ হল কূটাভাস। অর্থাৎ প্যারাডক্স হল এমন কিছু বাক্য বা উক্তি যেখান থেকে কোন নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হওয়া সম্ভব না। অর্থাৎ প্যারাডক্স জাতীয় বাক্য থেকে বাবুকে থেকে একক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। যদি আপনি নিজের বুদ্ধি দিয়ে এর একটি সমাধান বের করতে চান তাহলে অবশ্যই দুইটি পরস্পর বিরোধী সমাধান চলে আসে। এক্ষেত্রে এই দুইটি সিদ্ধান্তকে নির্দিষ্টভাবে কোনোটিকে সত্যবাক নটিকে মিথ্যা বলা সম্ভব হয়না। একটি সত্য হলে অন্যটি মৃত্যু হয় আবার একটি মিথ্যা হলে অন্যটি সত্যি হয়ে যায়। Read in English
Make Money Online With Mobile 2022
প্রতিদিন ফ্রি ১০০ টাকা মোবাইল রিচার্জ করুন অথবা বিকাশে টাকা নিন
পৃথিবীতে এরকম অনেক প্যারাডক্স জাতীয় শব্দ বা উক্তি রয়েছে। এই সকল প্যারাডক্সের কোন সমাধান নেই তবে রয়েছে জটিল কোন দার্শনিক ব্যাখ্যা। প্যারাডক্স সম্পর্কে আলোচনার এই সিরিজে আমি ইতিমধ্যে আপনাদেরকে কয়েকটি প্যারাডক্স সম্পর্কে জানিয়েছি। আজকে এই নিবন্ধে মাধ্যমে আপনাকে বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে জানাবো। এটি অত্যন্ত জনপ্রিয় একটি প্যারাডক্স। তাহলে চলুন বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
বুটস্ট্র্যাপ প্যারাডক্স কি?
বুটস্ট্র্যাপ প্যারাডক্স টি টাইম ট্রাভেল সম্পর্কিত। ইতিমধ্যে আপনারা গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে জেনেছেন। বুটস্ট্র্যাপ প্যারাডক্স অনেক ক্ষেত্রেই গ্র্যান্ডফাদার প্যারাডক্স এর মত। অতীত এবং বর্তমানের মধ্যকার সম্পর্কের নির্দেশ করে বুটস্ট্র্যাপ প্যারাডক্স টি তৈরি হয়েছে। অনেক দার্শনিক এবং বিজ্ঞানীগণ বুটস্ট্রাপ প্যারাডক্স সম্পর্কে তাদের মতবাদ প্রকাশ করেছেন।
ফেসবুক থেকে আয় করার উপায় । 2022 সালে ফেসবুক থেকে আয়
বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত জানালে খুব সহজেই আপনি এটি বুঝতে পারবেন। বুটস্ট্র্যাপ প্যারাডক্সের গভীরতা অনেক জটিল হলেও বুঝতে অনেক সহজ এবং মজার। বুটস্ট্র্যাপ প্যারাডক্স অনেক ক্ষেত্রে অন্টো লজিক্যাল প্যারাডক্স নামে পরিচিত। কোন ক্ষেত্রে একে ইনফরমেশন প্যারাডক্স নামেও ডাকা হয়।
গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি? গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত।
প্যারাডক্স মানেই জটিল। গ্র্যান্ডফাদার প্যারাডক্স এর ক্ষেত্রে যেভাবে আমরা বর্তমান থেকে অতীতে গিয়ে অতীতকে পরিবর্তন করে ফেলেছি ঠিক তেমনিভাবে বুটস্ট্রাপ প্যারাডক্স বর্তমান থেকে অতীতে যাওয়া হবে কিন্তু কোন কিছু পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে ফলাফল টি কেমন হয় সেটিই বুটস্ট্র্যাপ প্যারাডক্স।
বুটস্ট্র্যাপ প্যারাডক্স [Bootstrap Paradox]
সহজ একটি উদাহরণের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপ প্যারাডক্স কে বর্ণনা করতে পারি।
মনে করুন আপনি একজন বিখ্যাত লেখক। আচ্ছা চলুন বাদ দেই আমি রবীন্দ্রনাথকে নিয়ে কল্পনা করি। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পায়। এখন আপনি লাইব্রেরী থেকে একটি গীতাঞ্জলি কিনলেন। স্বভাবতই আপনার একটি টাইম মেশিন আছে। এই টাইম মেশিনে করে গীতাঞ্জলি বইটি নিয়ে আপনি যুবক রবীন্দ্রনাথের কাছে গেলেন। তিনি তখনও গীতাঞ্জলি লিখেন নি। সেই অবস্থায় আপনি তাকে আপনার নিয়ে যাওয়া গীতাঞ্জলি বইটি দিয়ে আসলেন।
যুবক রবীন্দ্রনাথ ঠাকুর বইটি পড়লেন এবং তাঁর অনেক ভালো লাগলো যার ফলে তিনি পুনরায় সেই বইটি লিখে প্রকাশনায় দিয়ে আসলেন। মানুষের নিকট সেই বইটি অনেক সমাদৃত হলো।
খুনি কে প্যারাডক্স? খুনি কে প্যারাডক্স সম্পর্কে বিস্তারিত তথ্য।
প্যারাডক্স কিন্তু এখানেই। মনে হতে পারে এটি অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু তা নয়। আচ্ছা এখন আপনি বলুন তো, গীতাঞ্জলি বইটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর তাই না? কিন্তু এই প্যারাডক্স অনুযায়ী তিনি তো বইটি দেখে দেখে লিখেছেন। কি? পরে গেলেন তো প্যারাডক্সের মধ্যে।
বুটস্ট্র্যাপ প্যারাডক্স এর উদাহরণ
বুটস্ট্র্যাপ প্যারাডক্স কে ব্যবহার করে হলিউডে অনেকগুলো সিনেমা এবং সিরিজ তৈরি হয়েছে। এগুলো দর্শকদের নিকট সমাদৃত হয়েছে। এই সিনেমা অথবা সিরিজ গুলো দেখে আপনি বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে আরো ভালোভাবে ধারণা নিতে পারবেন।
যদি আপনি বুটস্ট্র্যাপ কারণ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে চান তাহলে হলিউডের প্রিডেস্টিনেশন (Predestination) মুভিটি দেখে ফেলতে পারেন। অথবা আপনি চাইলে নেটফ্লিক্সের সিরিজ Dark দেখতে পারেন। এই সিনেমা এবং সিরিজ দুটোই আপনার মাথা ঘুরিয়ে দিবে। সেইসাথে আপনি বুটস্ট্র্যাপ প্যারাডক্স সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।
বিজ্ঞান বিষয়ক আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আশা করি আমরা আপনাদের সকল প্রকার তথ্য দিয়ে সাহায্য করতে পারব।