Non-Govt Job

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য

বোয়েসেল কুয়েতে নার্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য।

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্তৃক সরকারি ভাবে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। কুয়েতে মোট ১৫০ টি শুন্য পদে যোগ্য নার্স নিয়োগ দেওয়া হবে। এই ১৫০ টি পদের মধ্যে পুরুষদের জন্য ৫ টি পদ (বিএসসি ইন নার্সিং) এবং নারীদের জন্য ১৪৫ টি পদ (ডিপ্লোমা ইন নার্সিং) নির্ধারিত। কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৭ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে আগ্রহ সকল প্রার্থীদের কে আবেদন করতে হবে।

কুয়েতে সরকারিভাবে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বোয়েসেলের মাধ্যমে প্রকাশ করা হয়। পুরুষ নার্সদের বেতন ৯০ হাজার টাকা এবং মহিলা নার্সদের বেতন ৮০ হাজার টাকা নির্ধারিত।

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)
পদের নাম নার্স (পুরুষ ও নারী)
শূন্য পদ সংখ্যা নারী ১৪৫ টি ও পুরুষ ৫ টি
দেশ কুয়েত
মাসিক বেতন মহিলা ৮০ হাজার টাকা পুরুষ ৯০ হাজার টাকা
আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২২
বাছাই এর মাধ্যম নৈর্ব্যক্তিক পরীক্ষা (৩০ নম্বর)
পরীক্ষার তারিখ ১৮ ও ১৯ নভেম্বর ২০২২ তারিখ (সম্ভাব্য)
বাৎসরিক ইনক্রিমেন্ট ১০ কুয়েতি দিনার (৩,২৩১ টাকা)

আবেদন পদ্ধতি

কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ আগ্রহী সকল প্রার্থীদের কে গুগল ডকস এর আবেদন ফরমে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। সরকারিভাবে কুয়েতে নার্স পদে নিয়োগ পাওয়ার লক্ষ্যে প্রার্থীদেরকে নিচের ফর্মে আবেদন করতে হবে।

Apply Form Kuwait-Nurse-Job-Circular-2022

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সরকারিভাবে কুয়েতে নার্স পদে নিয়োগ এর জন্য নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন হবে। প্রয়োজনীয় কাগজপত্রের লিস্ট হলো-

  • এক কপি জীবন বৃত্তান্ত (ইংরেজিতে)
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • নম্বর পত্র
  • শিক্ষাগত যোগ্যতা ট্রান্সক্রিপ্ট
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিজিটাল/Upload)
  • পাসপোর্ট (ডিজিটাল/Upload)
  • অভিজ্ঞতার সনদ

চাকরির শর্ত সমূহ

সরকারিভাবে কুয়েতে নার্স পদে নিয়োগ এর জন্য নিচের শর্ত সমূহ অনুসরণ করতে হবে।

  • তার থেকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে
  • যেকোনো সরকারি আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/ হাসপাতাল অথবা প্রতিষ্ঠানের নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • যাদের ডিপ্লোমা বা বিএসসি সনদের প্রদানকৃত সাল ২০২১ তাদের আবেদন করার প্রয়োজন নেই
  • প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৯ বছর হতে হবে
  • ২ বছর ৬ মাস মেয়াদ সহ পাসপোর্ট থাকতে হবে
  • চাকরিতে নিয়োগের পর শিক্ষানবিশ কাল তিন (০৩) মাস
  • সপ্তাহে ৬ দিন ডিউটি (দৈনিক ৮ ঘন্টা) বাৎসরিক ছুটি ৩০ দিন
  • নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
  • সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যোগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা চেক নিশ্চিত করতে হবে।
  • প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা, খাওয়া ও কর্মস্থলের যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকুরী শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।
  • কুয়েতের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে।

BOESEL Kuwait nurse recruitment job circular 2022 PDF

BOESEL Kuwait nurse recruitment job circular 2022 pdf download link:

http://www.boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/3ca1e467_92d1_4918_94ac_d1917cfafdb0/2022-10-17-14-47-91e10c6f2a212e3cc27dfd1e92ebc726.pdf

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information