Practical and Suggestion

HSC Bangla 1st Paper Suggestion 2022। Important questions and model tests

HSC Bangla First Paper Short Suggestion 2022 and Important Questions and Model Test.

HSC Bangla 1st paper exam will be held on November 6, 2022. HSC Bangla 1st Paper Suggestion 2022 mentioned in this article. HSC students of all boards know the suggestion of Bengali first paper. This suggestion will help you to get good results in HSC Bangla first paper exam.

Important questions and model tests like appearing in the HSC Bangla first paper exam are given in this discussion. Hope students of all boards will get hundred percent common questions in Bengali 1st paper exam and can get good results.

HSC Bangla First Paper Exam 2022

Exam Name HSC Exam
Subject Name Bangla 1st Paper
Board Name General Education Board (9) (Dhaka, Rajshahi, Chittagong, Jessore, Comilla, Sylhet, Barisal, Mymensingh, Dinajpur)
Exam Start 6 November 2022
Written Exam End 13 December 2022 

HSC Bangla 1st Paper Suggestion 2022 (Short Suggestion)

To get good results in HSC Bangla first paper exam study the following topics well from each topic.

Important topics and chapters of HSC Bangla First Paper are mentioned here. If you practice these, you will hopefully be able to get good results in the HSC Bangla first paper exam. HSC-Bangla-1st-Paper-Suggestion-2022-1HSC-Bangla-1st-Paper-Suggestion-2022-2

HSC-Bangla-1st-Paper-Suggestion-2022-3HSC-Bangla-1st-Paper-Suggestion-2022-4

HSC Bangla 1st Paper Syllabus 2022

The HSC Bangla First Paper Examination will be held as per the short syllabus provided by the Ministry of Education. The short syllabus is mentioned here again for the convenience of students.

গল্প

  • অপরিচিতা
  • বিলাসী
  • আমার পথ
  • মানব-কল্যাণ
  • মাসি-পিসি
  • বায়ান্নর দিনগুলো
  • রেইনকোট
  • সোনার তরী।

কবিতা

  • বিদ্রোহী
  • প্রতিদান
  • তাহারেই পড়ে মনে
  • আঠারো বছর বয়স
  • ফেব্রুয়ারি ১৯৬৯
  • আমি কিংবদন্তির কথা বলছি

নাটক-উপন্যাস

  • সিরাজউদ্দৌলা
  • লালসালু

HSC Bangla First Paper Question 2022

Important questions and model test for HSC Bangla first paper exam are mentioned below. It is hoped that you will be able to prepare thoroughly from these model tests or questions.

সৃজনশীল প্রশ্ন ১ :

লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির ছিল। একদিন প্রতিবেশী দেশে প্রতিদিন জমি ১০০ রুবল শুনে অধিক জমির লোভে সে দেশে ছুটে যায় আর জমি ক্রয় করে। এক দিনে যতটুকু জমি সে ঘুরতে পারবে, ততটুকু জমি তার মালিকানায় থাকবে। এমন লোভনীয় প্রস্তাবে সে ভীষণ লোভে পড়ে। সে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে ছুটে চলে, আর দৌড়ায়। কিন্তু তার শেষ পরিণতি মৃত্যুই হয়।

ক. মহাকালের স্রোতে কী টিকে ?
খ. মাঝি চলবার সময় কোনো দিকে তাকায় নি কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ :

কন্যার পিতা কমল ঠাকুর আমাদের সুজন দত্তের হাতে পায়ে ধরিয়া বলিলেন, “শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” সুজন দত্ত বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।” এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া ইতোমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, “কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।

ক. অনুপমের বয়স বিয়ের সময় কত ছিল?
খ. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।” ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা” গল্পের অনুপমের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ৩:

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

ক. কমলবান’ শব্দের অর্থ কী ?
খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি কী যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪:

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’

ক. কবি নিজেকে কার শিষ্য বলেছেন?
খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির অর্থবহন করে ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক, মন্তব্যটি কি যাথার্থ। বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৫:

সমাজসেবার দিকে বাংলার ক্ষুদিরাম, হাজী মুহসিন, শেরে বাংলা ফজলুল হক, মওলানা আবদুল হামীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা মতো মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব সেবায় আত্মনিয়োগ করে ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানুষ সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এসব মহৎ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারি।

ক. কোন ধারণাটি সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থ?

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information