Price

বাংলাদেশে আজ সোনার দাম 2023 [18k, 21k, 22k এবং 24k সোনার দাম]

বাংলাদেশে সোনার দাম 2023, বাংলাদেশের বাজারে সোনার বর্তমান দাম 2023।

Gold Price in Bangladesh Today 2023, 1 Vori Gold Price, 22k Gold Price 1 Vori, সোনার দাম এখানে দেখুন। বর্তমান সময় স্বর্ণ বা সোনা সবচেয়ে দামি ধাতু। বাংলাদেশের সোনার দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাংলাদেশের মানুষ বিশেষ করে নারীরা সোনার গহনার প্রতি অতি দুর্বল। স্বর্ণ শুধু অলংকার নয় বরং ভবিষ্যতের সঞ্জয় হতে পারে। যার ফলে বাংলাদেশের মানুষগণ সোনা কেনার উপর সবসময় আগ্রহ প্রকাশ করে। Read in English

সোনা কেনা বা বেচার জন্য অবশ্যই এর সঠিক দাম জানা প্রয়োজন। কেন না প্রতিদিন সোনার দামের পরিবর্তন ঘটে। সকাল এবং বিকেল সোনার দামের পরিবর্তন হতে থাকে। আর তাই স্বর্ণের গহনা কেনার বা বিক্রির আগে অবশ্যই আমাদের দাম সম্পর্কে আপডেট থাকতে হবে।

সোনার  দাম শুধুমাত্র সোনার গহনার সাথে সম্পর্কিত নয়। সোনার দামের প্রভাব আমাদের জনজীবনেও পড়তে থাকে। আমাদের এই নিবন্ধের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাকে সোনার মূল্যের আপডেট জানাব। সোনার দাম কখন কি রকম চলছে তা প্রতিদিন আমাদের এই নিবন্ধের মাধ্যমে জানতে পারবেন।

আজ সোনার দাম 2023

কোভিড ১৯ বা করোনা মহামারি শুরু হওয়ার পর বিশ্বব্যাপী লকডাউনের কারণে স্বর্ণের দাম সবথেকে বেশি প্রভাবিত হয়। স্বর্ণের দাম শুরুতে কম থাকলেও পরবর্তীতে তা ধীরে ধীরে বাড়তে থাকে। শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বব্যাপী নারী পুরুষ সকলের কাছে স্বর্ণের চাহিদা অত্যন্ত বেশি। বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশি টাকায় বিভিন্ন ক্যারেটের সোনার দাম ৭৫ হাজার টাকা থেকে শুরু করে ৯৫ হাজার টাকা পর্যন্ত চলছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতিনিয়ত স্বর্ণের দাম নির্ধারিত হয়। বিশ্বব্যাপী স্বর্ণের দাম বাড়তে থাকার কারণে বাংলাদেশে ও এর প্রভাব লক্ষ্য করা যায়। প্রতিনিয়ত বাংলাদেশি টাকায় স্বর্ণের দাম বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ নিবন্ধটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

বাংলাদেশে আজ সোনার দাম

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে। সম্প্রতি স্বর্ণের দাম সবথেকে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্যাডেটের সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ তথা বিশ্বে ভরি হিসেবে সোনা ক্রয় বিক্রয় করা হয়। বাংলাদেশী হিসাব অনুযায়ী ১১ গ্রাম সোনা কে এক ভরি হিসেবে ধরা হয়। বর্তমান মূল্য অনুযায়ী ১ গ্রাম স্বর্ণের দাম ৮৫৩০.২৫ টাকা। পাশাপাশি ১ আউন্স সোনার মূল্য ১,৬০,২০৩.৫৫ টাকা।Gold-Price-in-Bangladesh

এই হিসাব অনুযায়ী বাংলাদেশি টাকায় ১ কেজি সোনার দাম ৪৯,৯৮,৮৯৮.২৫ টাকা। বাংলাদেশের মহিলারাই বিভিন্ন গহনা আইটেম আকারে সোনা কিনে থাকেন। স্বর্ণের গহনার চাহিদা এদেশে অনেক বেশি। আমরা এই নিবন্ধের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত স্বর্ণের দাম সম্পর্কে আপডেট দিতে থাকব।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণ আমাদের দেশে পাওয়া যায়। অনেকে ই এ সকল ক্যারেট সম্পর্কে ধারণা রাখেন না। কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ হিসেবে বিবেচনা করা হয় তা জানতে নিম্নের অংশটুকু দেখুন-

  • 24K = 100% Pure Gold.
  • 22K = 91.7% Gold.
  • 18K = 75.0% Gold.
  • 14K = 58.3% Gold.
  • 12K = 50.0% Gold.
  • 10K = 41.7% Gold.

বাংলাদেশে আজ সোনার ভরির দাম

বাংলাদেশের সাধারণত ভরি হিসেবে স্বর্ণ কেনা বেচা হয়। এদেশে আউন্স বা কিলো গ্রাম হিসেবে স্বর্ণ বিক্রি হয় না। ভরির সংক্ষিপ্ত রূপকে “আনা বা আনি ” বলে সম্বোধন করা হয়। সাধারণত ১৬ আনা স্বর্ণকে এক ভরি বলা হয়।

বাংলাদেশ যখন স্বর্ণের দাম সম্পর্কে প্রশ্ন ওঠে তখন উত্তরটি সবসময় “ভরি” তে থাকে বা রূপান্তরিত হয়। অন্য ওজনের একক অনুযায়ী স্বর্ণের ওজন করা হয় না। অন্য কোন ওজনের এককে স্বর্ণের দাম হিসাব করতে গেলে অনেকটা বিভ্রান্তিতে পড়তে হয়।

Title Price
22 CARAT GOLD 8,010 BDT/GRAM
21 CARAT GOLD 7,645 BDT/GRAM
18 CARAT GOLD 6,555 BDT/GRAM
Gold TRADITIONAL 5,460 BDT/GRAM
22 CARAT SILVER 130 BDT/GRAM
21 CARAT SILVER 123 BDT/GRAM
18 CARAT SILVER 105 BDT/GRAM
TRADITIONAL METHOD SILVER PER GRAM 80 BDT

বাংলাদেশের বাজারে বর্তমানে এক ভরি স্বর্ণের দাম হলো ৯২,০০০ টাকা। বিভিন্ন প্রকার স্বর্ণের অনুযায়ী এক ভরি ওজন নিচে দেওয়া হল।

বাংলাদেশে আজ 21K সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত 21K স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯০,৪৫৫ টাকা। করোনা ভাইরাসের কারণে স্বর্ণের বাজার মূল্য বর্তমানে বৃদ্ধি পেয়েছে।

22K স্বর্ণকে সব থেকে খাঁটি সোনা বলা হয়। বর্তমান বাজারে 22K বা খাঁটি সোনা কিনতে গেলে প্রায় ৯২ হাজার টাকা খরচ হবে। যা পূর্বের বাজার মূল্য থেকে অনেক বেশি।

১ ভরি = গ্রাম?

১ ভরি সমান কত গ্রাম হয় তা আমরা অনেকেই জানিনা। আমাদের জানা তথ্য অনুযায়ী ১ ভরি = ১১.৬৫ গ্রাম হয়। বাংলাদেশে এই অনুযায়ী স্বর্ণের ওজন করা হয়ে থাকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) এ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো ১ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯৩,৫০০ টাকা (প্রায়)।

বাংলাদেশে আজ 22K সোনার দাম

22K স্বর্ণের দাম 21K এর স্বর্ণের দাম থেকে আলাদা। বাংলাদেশের বাজারে 18K, 20K, 21K ও 22K এর সোনা পাওয়া যায়। এখানে 18K স্বর্ণের দাম সবথেকে কম যা প্রায় ৭৫ হাজার টাকা। এবং 22K এর স্বর্ণকে সবচেয়ে ভালো সোনা হিসেবে মূল্যায়ন করা হয়।

22K এর ১ ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৫০০ টাকা। বাংলাদেশে 22K স্বর্ণের চাহিদা সবথেকে বেশি কেন না গ্রাহকরা সব সময় উত্তম জিনিস কিনতে আগ্রহী। তাই বাংলাদেশের বাজারে 22K সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় হয়।

বাংলাদেশে আজ সোনা ও রূপার দাম

Gold-Vori-Price-15-January

Kitco সোনার দাম

Kitco বিশ্বের সর্বোচ্চ স্বর্ণের প্রতিষ্ঠান যা কানাডাতে অবস্থিত। Kitco এর মতে একাউন্ট সোনার দাম 1808.30 মার্কিন ডলার। পূর্বের স্বর্ণের দাম থেকে বর্তমান স্বর্ণের দাম একটু বেশি।

শুধু স্বর্ণ নয় অন্যান্য সকল উপকরণ যেমন রূপা, প্লাটিনাম, প্লাডিয়াম এর দামও সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। Kitco এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্বর্ণের দাম ভবিষ্যতে ও এইভাবে বৃদ্ধি পেতে থাকবে।

Gold Weight Calculation To Vori, Aana, Ratti

Here we have included today’s gold price as gram. So if you want to know gold price in Bangladesh by Raati, Anna, or Vori, then just calculate price from gram. 1 Gram = 0.085763293310463 Vori, 1.37 Aana and 5.49 Ratti. So, after calculation, 1 Vori = 11.66 Gram, 16 Aana, 64.07 Ratti.

1 Vori Gold Price In Bangladesh

As we know that the 1 Vori is equal to 11.66 grams. So, if today (January 22, 2023) 1 Gram 22K gold price is 7580 TK, then 11.66 Gram or 1 Vori 22K gold price is 88,383 TK. That means, today, January 22, 2023, the 1 Vori 22k, 21K, 18K gold price in Bangladesh is:

আজকের সোনার দাম কত ২০২৩ (18K, 20K, 21K ও 22K)

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে বাংলাদেশের সব ধরনের বাজারে ও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভালো মানের (22K) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৯৫৩ টাকা বৃদ্ধি করে ৯৩,৪৫০ টাকা করা হয়।

স্বর্ণের বিভিন্ন মান অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা থেকে শুরু করে ৩ হাজার ২৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22K স্বর্ণের এক ভরির (১১.৬৫ গ্রাম) দাম ১,৯৫৩ টাকা বৃদ্ধি করে ৯৩ হাজার ৪৫০ টাকা করা হয়েছে।

21K স্বর্ণের প্রতি ভরির বর্তমান বাজার মূল্য ৮৮ হাজার ৬৮২ টাকা এবং 18K স্বর্ণের প্রতি ভরির বর্তমান বাজার মূল্য ৭৬ হাজার ৩৮ টাকা। সনাতনী প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম ৫৬ হাজার ৯৬০ টাকা।

আজকের রুপার দাম কত ২০২৩

সকল ক্যারেটের স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও বর্তমানে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। 22K রুপার প্রতি ভরির বর্তমান বাজার মূল্য ১,৫১৬ টাকা। 21K রুপার প্রতি ভরির বর্তমান বাজার মূল্য ১,২১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

বাংলাদেশে আজ স্বর্ণ ক্রয়ের নির্দেশিকা

স্বর্ণ কেনার পূর্বে অবশ্যই আপনাকে কিছু তথ্য জানতে হবে। বর্তমান বাজারে স্বর্ণ কিন্তু হলে অবশ্যই আপনাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তাহলে চলুন আমরা জেনে নেই স্বর্ণ কিনতে হলে আমাদের কোন বিষয়গুলোর দিকে নজর রাখা প্রয়োজন।

বিশুদ্ধতা: স্বর্ণ কিনতে হলে প্রথমে আমাদের বিশুদ্ধতার দিকে নজর দিতে হবে। 24K এর হল সম্পূর্ণ নির্ভেজাল এবং খাঁটি স্বর্ণ। নিজের জন্য স্বর্ণ কিনতে হলে অবশ্যই 100% খাঁটি ২৪ ক্যারেটের স্বর্ণ কিনতে পারেন। বাজারের সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ হল 24K স্বর্ণ।

এছাড়াও বাজারে আপনি 18K, 20K, 21K ও 22K এর স্বর্ণ খুঁজে পাবেন। ক্যারেটের পরিমাণ যত কমতে থাকবে স্বর্ণের বিশুদ্ধতার হারও তত কমবে এবং তার সাথে দামও কমে যাবে।

মূল্য: বাজার থেকে স্বর্ণ কেনার পূর্বে অবশ্যই মূল্য সম্পর্কে ধারণা করে নিবেন। প্রতিনিয়ত আমাদের এই নিবন্ধের মাধ্যমে স্বর্ণের দাম সম্পর্কে আপডেট দেওয়া হয়। প্রতিদিনের স্বর্ণের দামের আপডেট জেনে নিয়ে আপনি স্বর্ণ কিনতে পারেন।

বাংলাদেশে বিয়ের মরশুমে স্বর্ণের দাম সবথেকে বেশি বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন এই মৌসুমে স্বর্ণ না কিনতে। অন্য যেকোনো সময় স্বর্ণ কিনে তা সঞ্চয় করতে পারেন। কম দামে ভালো স্বর্ণ কিন্তু হলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে।

হলমার্ক করা: বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম সবথেকে বেশি। তাই সব সময় চেষ্টা করবেন বিশ্বস্ত কোন উচ্চ থেকে স্বর্ণ কেনার। হলমার্ক করা শোনা হলো বাজারে পাওয়া সেরা সোনা।

হলমার্ক করা সোনার গুণমান এবং বিশুদ্ধতার উপর আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন। তাই স্বর্ণ কিনার সময় চেষ্টা করবেন সেটি যেন হলমার্ক করা থাকে।

ওজন: স্বর্ণ কেনার সময় আপনাকে অবশ্যই সঠিকভাবে ওজন করে নিতে হবে। কোন একই স্থান থেকে স্বর্ণ কেনার পরে অবশ্যই তা অন্য স্থানে পরীক্ষা করে নেবেন যে আপনি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ পেয়েছেন কিনা।

স্বর্ণ কেনার সময় অবশ্যই আপনি ওজন সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। স্বর্ণের ওজন আপনাকে বিশাল ঝুঁকিতে ফেলতে পারে। তাই সঠিক ওজন সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন।

বাংলাদেশের সোনার দাম কবে কমবে?

জানুয়ারি মাসের পর বাংলাদেশের সোনার দাম কমতে পারে। যদিও এই কম আকাশ-পাতাল তফাৎ করে দেবে না কিন্তু অনেক ক্ষেত্রে একটি ধীরে ধীরে কমতে পারে।

যেহেতু আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশে বিয়ের মৌসুমে সোনার দাম বেড়ে যায় সুতরাং বিয়ের মৌসুম শেষ হওয়ার পরে দাম স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে।

দুবাই সোনার দাম

পৃথিবীতে স্বর্ণের সবথেকে বড় বাজার দুবাইয়ে অবস্থিত। বৈশ্বিক মহামারী পরিস্থিতি ছাড়াও অনেক কারণে এই স্বর্ণের দাম বৃদ্ধি পেতে থাকে। দুবাই শহরে প্রতিদিনের স্বর্ণের দাম সম্পর্কিত আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণেও সোনার দাম ওঠানামা করে।

বিশ্ববাজারে সোনার দাম কম বা বেশি হলে তা লোকাল মার্কেটে পরিবর্তন তৈরি করে। দুবাইয়েও সোনার দাম বর্তমানে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দুবাইয়ে প্রতি আউন্স সোনার দাম 6646.39 AED।Gold-Price-in-Dubai

বর্তমান দুবাইয়ের বাজারে 24K সোনার মূল্য 219.30 AED। এছাড়াও 22K সোনার বর্তমান দাম 206 AED। বর্তমান দুবাইয়ের বাজারে 21K সোনার মূল্য 197 AED এবং 18K স্বর্ণের দাম 168.60 AED। সর্বশেষ আপডেট অনুযায়ী দুবাই শহরে স্বর্ণের দাম এখানে উল্লেখ করা হয়েছে।

স্বর্ণের দাম কমার জন্য দায়ী কারণ

স্বর্ণের চাহিদা এবং সরবরাহের ওপর এর দাম নির্ধারণ করা হয়। চাহিদা বৃদ্ধি পেলে স্বর্ণের দাম বৃদ্ধি পায় এবং চাহিদা কমে গেলে স্বর্ণের দাম কমতে থাকে। যখন আপনি দেখতে পান স্বর্ণের দাম হঠাৎ অনেক বৃদ্ধি পেয়েছেন তাহলে আশা রাখতে পারেন শীঘ্রই তা কমে যাবে।

বাংলাদেশে সোনার দাম কখন বাড়বে?

বিয়ের মৌসুমে স্বর্ণের দাম সবথেকে বেশি বৃদ্ধি পায়। বাংলাদেশে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে স্বর্ণের দাম সবচেয়ে বেশি থাকে। এই সময় বাংলাদেশের স্বর্ণের চাহিদা থাকে প্রচুর এবং চাহিদার সাথে স্বর্ণের দামও অনেক বৃদ্ধি পায়।

আপনি যদি স্বর্ণ কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই বিয়ের মৌসুম ব্যতীত অন্যান্য যে কোন সময় স্বর্ণ কিনতে পারেন। স্বর্ণের দাম বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে বিয়ের মৌসুম বিপুল প্রভাব ফেলে।

সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণ

বাংলাদেশে বিয়ের মৌসুমের কারণে সোনার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। কেননা বাংলাদেশের বিয়েতে সোনাকে সর্বোচ্চ উপহার হিসেবে বিবেচনা করা হয়। তাই যখন বাংলাদেশে বিবাহের মৌসুম চলে তখন স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায় এবং একই সাথে দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে।

শেষ কথা

আমাদের আজকের এই নিবন্ধের মাধ্যমে আমরা স্বর্ণের দাম সম্পর্কে সকল তথ্য বিস্তারিত উল্লেখ করেছি। স্বর্ণের দাম সম্পর্কিত একজন পাঠকের যে সকল প্রশ্ন থাকে তা এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা স্বর্ণের দাম সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়েছেন।

বাংলাদেশ তথা বিশ্বে যে কোন সময় স্বর্ণের দাম সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আশা করি আমাদের প্রকাশিত কনটেন্ট এর মাধ্যমে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information