Sports

ফিফা রেংকিং ২০২২ [বর্তমান ফুটবলের সেরা দল] FIFA ranking তালিকা

ফিফা রেংকিং ২০২২ | ফিফা ২০২২ সেরা দল কোনটি

ফিফা রেংকিং ২০২২ [বর্তমান ফুটবলের সেরা দল] FIFA ranking তালিকা: এই পোষ্টের মাধ্যমে আমরা ফিফা রেংকিং ২০২২ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করেছি। কাতার বিশ্বকাপ ২০২২ সমাপ্ত হয়েছে। তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং পরপর দুইবার ফাইনাল খেলে গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার রানারআপ হয়েছে। ইতিমধ্যে আর্জেন্টিনা দল ট্রফি নিয়ে দেশে ফিরে গেছেন। Read in English

এরমধ্যেই ফিফা ফুটবল রেংকিং ২০২২ প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও বর্তমান র‌্যাংকিংয়ে সেরা দল হতে পারেনি আর্জেন্টিনা। শীর্ষ পর্যায়ে অবস্থান করছে ব্রাজিল। অন্যদিকে তিন নম্বরে থাকা আর্জেন্টিনা এক ধাপ উপরে অবস্থান করছে দুই নম্বর পজিশনে। বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স ও এক ধাপ এগিয়ে এসেছে।

ফিফা র‌্যাংকিং অনুযায়ী বর্তমানের সেরা ২০ টি দল নিয়ে আমাদের আজকের এই আলোচনা। কোন ২০ টি দল এখন সেরা কাতারে রয়েছেন তা খুব সহজেই এই নিবন্ধের মাধ্যমে ধারণা করতে পারবেন।

ফিফা ফুটবল রেংকিং ২০২২

রেংকিং ফিফা ফুটবল রেংকিং ২০২২ (পুরুষ)
তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর ২০২২
শীর্ষ দলের সংখ্যা ২০ টি
সেরা দল ব্রাজিল
অফিসিয়াল ওয়েবসাইট https://www.fifa.com

ফিফা রেংকিং ২০২২ | ফিফা ২০২২ সেরা দল কোনটি

ফিফা সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ব্রাজিল শীর্ষস্থান ধরে রেখেছে। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে যে রেংকিং প্রকাশ করা হয় সেখানে এক নম্বরে অবস্থান করছে নেইমারের দল ব্রাজিল। তাদের পয়েন্ট সংখ্যা ১৮৪০.৭৭। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট সংখ্যা ১৮৩৮.৩৯।

Read More: কাতার বিশ্বকাপ ট্রফির দাম কত (বিশ্বকাপে কোন দল কত টাকা পেল)

বিশ্বকাপ রানার আপ দল ফ্রান্সের অবস্থান তৃতীয় তাদের পয়েন্ট ১৮২৩.৩৯। প্রথম পাশে থাকা আরও দুটি দল হল বেলজিয়াম ও ইংল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও দ্বিতীয় অবস্থানে থাকা বেলজিয়াম এখন অবস্থান করছে চতুর্থ স্থানে তাদের পয়েন্ট ১৭৮১.৩০। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েও ফিফার ক্রম তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছে হ্যারি কেনের দল ইংল্যান্ড তাদের পয়েন্ট ১৭৭৪.১৭।

প্রথম ১০ টি সেরা দলের মধ্যে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ড ক্রোয়েশিয়া ইতালি পর্তুগাল এবং স্পেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে নেদারল্যান্ডস ২ ধাপ এগিয়ে এসেছে। ষষ্ঠ স্থান পাওয়া ক্রোয়েশিয়া এগিয়ে এসেছে পাঁচ ধাপ। অন্যদিকে বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়েও ইটালি মাত্র দুই ধাপ পিছিয়ে রয়েছে ৮ নম্বরে। পূর্বের মতো নবম স্থানে রয়েছে পর্তুগাল। তিন ধাপ নেমে দশম স্থানে অবস্থান করছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়া দল স্পেন।

New FIFA Ranking 2022 (top 20) | ফিফা র‍্যাংকিং ২০২২ সেরা দল কোনটি

  • ব্রাজিল
  • আর্জেন্টিনা
  • ফ্রান্স
  • বেলজিয়াম
  • ইংল্যান্ড
  • নেদারল্যান্ডস
  • ক্রোয়েশিয়া
  • ইতালি
  • পর্তুগাল
  • স্পেন
  • মরক্কো
  • সুইজারল্যান্ড
  • ইউএসএ
  • জার্মানি
  • মেক্সিকো
  • উরুগুয়ে
  • কলম্বিয়া
  • ডেনমার্ক
  • সেনেগাল
  • জাপান

বিশ্বকাপের ক্রমতালিকায় প্রথম ৫০ টি দেশের মধ্যে থাকা সব থেকে উন্নতি হয়েছে মরক্কো এবং অস্ট্রেলিয়া এবং তাদের পরে রয়েছে ক্যামেরুন। আবার বিশ্বকাপের আগে প্রথম ৫০ টি দেশের মধ্যে থাকা ওয়েলস সব থেকে বেশি নয় ধাপ নেমে যাচ্ছে গ্যারেজ থাকবেন ২৮ নম্বরে। ফিফার নতুন রেংকিং অনুযায়ী ভারতের অবস্থান ১০৬ এবং বাংলাদেশের অবস্থান ১৯৪।

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information