AdmissionHSC

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (xiclassadmission.gov.bd) ২০২২-২০২৩ সেশনে ভর্তি

এইচএসসি ভর্তির আবেদন পদ্ধতি ২০২২-২০২৩।

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: একাদশ শ্রেণিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ২০২২ ২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম ৮ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হবার কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। Read in English

xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির সকল শিক্ষার্থীদের কে তাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। ভর্তির আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫ টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।

Read More: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন লিংক ২০২৩ (আবেদন করুন) কলেজ ভর্তির আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ কবে শুরু হবে?

এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মাথায় একটি প্রশ্ন ঘুরছে, যা হল একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম কবে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক জানানো হয়েছে ৮ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু করা হবে।

সকল শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ (ভর্তির সংক্ষিপ্ত নিয়ম)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) কর্তৃক যে নীতিমালা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী সকল শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান কর্তৃক মেধা তালিকা প্রকাশ করা হলে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।11th-class-College-admission-schedule-2022-2023

ভর্তির আবেদন ৮ ডিসেম্বর ২০২২-১৫ ডিসেম্বর ২০২২
আবেদনের ওয়েবসাইট xiclassadmission.gov.bd
প্রথম মেধা তালিকা প্রকাশ ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম ভর্তি নিশ্চয়নের তারিখ ৯ ও ১০ জানুয়ারি
দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ১২ জানুয়ারি ২০২৩
দ্বিতীয় ভর্তি নিশ্চয়নের তারিখ — জানুয়ারি ২০২৩ থেকে — জানুয়ারি ২০২৩

একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (অফিসিয়াল বিজ্ঞপ্তি)

মাউশি কর্তৃক বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভর্তির আবেদন যোগ্যতা প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা উক্ত প্রতিষ্ঠান সমূহে ভর্তির আবেদন করতে পারবেন। একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

কিভাবে সকল শিক্ষার্থীগণ সহজ নিয়মে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তা উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও সকল প্রকার শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের নিবন্ধের মাধ্যমে আবেদনের পদ্ধতি সংক্রান্ত তথ্য সমূহ উল্লেখ করা হয়েছে।একাদশ শ্রেণি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ Class-XI-Admission-Circular-2023-2 Class-XI-Admission-Circular-2023-3 Class-XI-Admission-Circular-2023-4 Class-XI-Admission-Circular-2023-5

11th class admission circular pdf download link: 

https://drive.google.com/file/d/1mEiwweTKHl7fbmEIdikuSE1ckJof4I7V/view?usp=drivesdk

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন যোগ্যতা (সকল শিক্ষা বোর্ড)

কারিগরি শিক্ষা বোর্ড ব্যতীত অন্যান্য ১০ টি শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ঢাকার রাজশাহী চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ অন্যান্য সকল বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যার পিডিএফ ফাইল ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।

একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটঃ http://xiclassadmission.gov.bd/

চট্টগ্রাম বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NAqIXDwyKe5Qw8I3kZtr8dCLNYAVTMc_/view?usp=drivesdk

ঢাকা বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NLM3GpsWWTd8G1fb8Ww6bJr8L7Muogw7/view?usp=drivesdk

কমিল্লা বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NH48Edu_gfJYvoGI8hJToo4R1HTklWrk/view?usp=drivesdk

যশোর বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1Nc8NYOXL5zIYFiDihgWfnJSYRtWHaRnV/view?usp=drivesdk

সিলেট বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1Ng2WypJn74OnQMjldt6IuYbHDUEpVxdt/view?usp=drivesdk

রাজশাহী বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NYCMui-H9utzZJOHcCQLuOUp_KGeU0QO/view?usp=drivesdk

ময়মনসিংহ বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NnF5AweEbc2pnxKA-segRidklGpwe4Z2/view?usp=drivesdk

বরিশাল বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1Nf_8vIU_B9PLv4676qzHCEiUUcJYTzwd/view?usp=drivesdk

দিনাজপুর বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1Nhylpse7x_md6-3xoIbUqFStNDm4C-Tf/view?usp=drivesdk

মাদ্রাসা বোর্ডের কলেজগুলোর পিডিএফ ফাইলঃ

https://drive.google.com/file/d/1NjJU-Yhk3XZlrr_akriLj9YM9nL7MW6G/view?usp=drivesdk

এ সকল লিংক থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির আবেদন যোগ্যতা সংক্রান্ত তথ্য জেনে নিন। আশা করি এই সকল লিংক সমূহ ভিজিট করে আপনারা প্রয়োজনীয় তথ্য সমূহ জানতে পারবেন।

১১শ শ্রেণি ভর্তি তথ্য (আবেদনের নিয়ম)

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের সর্ব প্রথমে টেলিটক / বিকাশ / শিওর ক্যাশ / নগদ / রকেট / সোনালী ব্যাংক যে কোন মাধ্যম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনটি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রিপেইড সিম থেকে আবেদন ফি প্রদান

সর্বপ্রথম মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করে নিম্নোক্ত পদ্ধতিতে এসএমএস লিখুন।

১ম এসএমএস: CAD <space> WEB <space> এসএসসি বোর্ডের নামের ১ম ৩ অক্ষর <space> এসএসসি পরীক্ষার রোল <space> পরীক্ষার পাশের বছর

এবার উক্ত মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করুন। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম এবং আবেদন কিভাবে ১৫০ টাকা কেটে নেওয়া হবে এবং একটি পিন নম্বর প্রদান করা হবে।

২য় এসএমএস: CAD <space> YES <space> PIN <space> Contact Number

পুনরায় এই মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করুন। আবেদন কি সঠিকভাবে পরিশোধ হলে মোবাইল নিশ্চিত করণের একটি এসএমএস আসবে।

বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদান

সর্বপ্রথমে বিকাশ এপ এর ঘুম পেয়েছে যান এবং সেখান থেকে পে-বিল আইকনে ক্লিক করুন। বিলের তালিকা থেকে Xi class Admission অপশনটি সিলেক্ট করুন।

এবার নির্ধারিত স্থানে বোর্ডের নাম এবং পাশের সাল সিলেক্ট করে এসএসসি পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন। এবার বিকাশের পিন নম্বর প্রদান করে ট্যাপ করে ধরে রাখুন। পেমেন্ট সম্পন্ন হলে মোবাইল নম্বরে কনফার্মেশন মেসেজ আসবে।

ওয়েবসাইট থেকে আবেদন পদ্ধতি

উপরোক্ত পদ্ধতিতে আবেদন ফি পরিশোধ সম্পন্ন হলে শিক্ষার্থীকে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং নিম্নোক্ত পদ্ধতিতে সকল তথ্য প্রদান করতে হবে।

নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর রোল নম্বর প্রদান করতে হবে। এছাড়াও পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড পাশের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। নিচে দেওয়া কোডটি প্রদান করে ভেরিফিকেশন করতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী সকল ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সম্পন্ন করবেন।

এইচএসসি ভর্তির ফলাফল ২০২২-২০২৩ (xiclassadmission.gov.bd)

এইচএসসি / একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তির তালিকা প্রকাশ করা হবে। অনলাইনে আবেদনকৃত সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জেনে নিতে পারবেন। নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।

ফলাফল অনুযায়ী শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পেলে তার নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে জানানো হবে। কোন কারনে এসএমএস না রিসিভ করলে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল সংগ্রহ করে নিতে পারবেন।

শেষ কথা

একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত যাবতীয় তথ্য এ নিবন্ধের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। সকল শিক্ষার্থীরা এই পদ্ধতি গুলো অনুসরণের মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সম্পন্ন করতে পারবেন। এইচএসসি ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা ৫ টি এবং সর্বোচ্চ ৫ টি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন।

ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন। এছাড়াও যে কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হলে তাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে জানানো হবে।

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information