বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ (বিপিএল) স্কোয়াড [৭ দলের খেলোয়াড়দের নাম ও সময়সূচী]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ (৯ম আসর) ৭ দলের খেলোয়াড়দের নাম ও সময়সূচী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ (বিপিএল) স্কোয়াড [৭ দলের খেলোয়াড়দের নাম ও সময়সূচী]: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সাত দলের ফ্রাঞ্চাইজি, বিপিএল লাইভ দেখার উপায় এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ আমাদের এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। ২০২৩ আসরের বিপিএলে মোট সাতটি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে। সম্প্রতি এর সাতটি দলের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। Read in English
বিপিএল ২০২৩ শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে। এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই খেলা চলবে। সাতটি দলের বিস্তারিত তথ্যসমূহ, কোন দলে কোন কোন খেলোয়ার সুযোগ পেল, বিদেশি খেলোয়াড়দের লিস্ট সহ আরো তথ্য সমূহ আমাদের নিবন্ধ থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ (৯ম আসর)
২০২৩ বিপিএল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর হতে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হবে। এবং নবম আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে।
টুর্নামেন্টের নাম | বাংলাদেশ প্রিমিয়ার লিগ / বিপিএল ২০২৩ |
কর্তৃপক্ষ | বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) |
খেলার ধরন | টি-টোয়েন্টি |
গ্রুপ পর্বের খেলা শুরু | ৫ জানুয়ারি ২০২৩ |
ফাইনাল ম্যাচের তারিখ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
মোট ভেন্যু | ৩ টি (ঢাকা,চট্টগ্রাম ও সিলেট) |
টুর্নামেন্টের ধরন | ডাবল রাউন্ড রবিন এবং প্লে অফ |
বিপিএলের ৭ টি দলের নাম (বিপিএল ২০২৩)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯ম আসর (২০২৩) এ মোট সাতটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সাতটি দলের নাম হলো-
- ঢাকা ডমিনেটর
- সিলেট স্ট্রাইকারস
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- রংপুর রাইডার্স
- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- ফরচুন বরিশাল
- খুলনা টাইগার্স
বিপিএল ২০২৩ ভেন্যু বা স্টেডিয়াম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর মোট তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২০২৩ বিপিএল এর তিনটি ভেন্যু হলো-
- ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ (বিপিএল স্কোয়াড)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে সাতটি দলে যে সকল দেশি-বিদেশি খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন তাদের তালিকা নিচে উল্লেখ করা হলো।
প্রতিটি দলের খেলোয়ারদের তালিকা বিস্তারিত তথ্য সহ জেনে নিতে পারবেন।
ঢাকা ডমিনেটরস
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
তাসকিন আহমেদ, দিলশান মুনাওয়ারা (শ্রীলংকা) চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, অলোক কাপালি, আরাফাত সানি, আল আমিন হোসেন (সিনিয়র), নাসির হোসেন, মনির হোসেন, মুক্তার আলী, দেলোয়ার হোসেন, আরিফুল হক ও মিজানুর রহমান।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), ওসমান ঘানি (আফগানিস্তান) ও সালমান এরশাদ।
সিলেট স্ট্রাইকারস
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ হারিস (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), দিসারা পেরারা (শ্রীলংকা), রায়ান বারল (জিম্বাবুয়ে), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা) ও কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, নাজমুল ইসলাম আপু, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকির হাসান ও মোহাম্মদ শরিফুল্লাহ।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
টম মুরস ও গুলবাদিন নাইব (আফগানিস্তান)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
আসিফ হোসেন, কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড), আসান প্রিয়ঞ্জন (শ্রীলংকা) ও বিশ্ব ফার্নান্দো (শ্রীলংকা)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
শুভাগত হোম চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, আবু জাহেদ রাহী, ফরহাদ রেজা, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান ও তৌফিক খান তুষার।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
উন্মুক্ত চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র), ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ড)
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
নুরুল হাসান সোহান, হারিস রউফ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিসানকা (শ্রীলংকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান) ও জ্যাফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলংকা)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, রাকিবুল হাসান, রিপন মন্ডল, আলাউদ্দিন বাবু ও রবিউল হক।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), আজমাতুল্লাহ ওমুরযাই (আফগানিস্তান)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
মোস্তাফিজুর রহমান, শাহিন আফ্রিদি (পাকিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান), খুসদিল শাহ (পাকিস্তান) ও মোহাম্মদ নবী (আফগানিস্তান)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, সৈকত আলী, আবু হায়দার রনি, আশিকুজ্জামান, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও জাকির আলী অনিক।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) ও চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
সাকিব আল হাসান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জান্নাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও রাহকিম কর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক বিজয়, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, কাজী অনিক ও সালমান হোসেন।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
হায়দার আলী (পাকিস্তান) ও চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা)
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তিতে সুযোগপ্রাপ্ত খেলোয়াড়গণ হলো-
তামিম ইকবাল খান, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান (পাকিস্তান) ও আবিষ্কা ফার্নেন্দ (শ্রীলঙ্কা)
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত দেশি খেলোয়াড়গণ হলো-
ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, প্রীতম কুমার, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে সুযোগ প্রাপ্ত বিদেশি খেলোয়াড়গণ হলো-
বাসন সানাকা (শ্রীলংকা) ও পল মিক্রিন (শ্রীলংকা)
বিপিএল ২০২৩ লাইভ কোন কোন টিভি চ্যানেলে দেখা যাবে?
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ক্যারিবিয়ান, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, আফগানিস্তান ও ইতালি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিপিএল ২০২৩ লাইভ দেখা যাবে। এছাড়াও র্যাবিটহল বিডি স্পোর্টস অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে সারা বিশ্বের যেকোন স্থান থেকে ২০২৩ বিপিএল এর নবম আসর লাইভ দেখা যাবে।
বিভিন্ন দেশের যে সকল চ্যানেল গুলো তে খেলা দেখা যাবে সেগুলো হল-
দেশ | টিভি চ্যানেল |
বাংলাদেশ | গাজী টিভি (Gtv), মাছরাঙ্গা টেলিভিশন ও টি-স্পোর্টস |
ভারত | ফ্যানকোড |
ক্যারিবিয়ান | ফ্লো স্পোর্টস |
আমেরিকা | হটস্টার US |
পাকিস্তান | জিও সুপার (জিও টিভি) |
কানাডা | হটস্টার CAN |
যুক্তরাজ্য | বিটি স্পোর্টস |
আফগানিস্তান | আরটিএ (রেডিও টেলিভিশন আফগানিস্তান) |
ইতালি | ইলেভেন স্পোর্টস |
বিশ্বের বাকি | Rabbitholebd স্পোর্টস |
বিপিএল ২০২৩ সময়সূচী/ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ ফিকশ্চার
৫ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর শুরু হবে। ৫ জানুয়ারি দুপুর ২ টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের মাধ্যমে বিপিএলের নবম আসরের আনুষ্ঠানিকতা শুরু হবে।
২০২৩ বিপিএল মোট ৪১ দিন ধরে চলবে। ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে নবম বিপিএল আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরের সময়সূচী নিচে উল্লেখ করা হলো।