রংধনু কিভাবে তৈরি হয়? রংধনু কেন বাঁকা হয়?
রংধনু তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এর রং এবং রংধনু কেন বাঁকা হয় এ সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি।

রংধনু। আজকের আমাদের আলোচনার মূল বিষয় রংধনু। রংধনু তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এর রং এবং রংধনু কেন বাঁকা হয় এ সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। রংধনু প্রকৃতির সুন্দর দৃশ্য গুলোর মধ্যে একটি। ছোট থেকে বড় সকলেই রংধনু দেখলেই থমকে দাঁড়িয়ে যায় এবং অনেকক্ষণ যাবৎ সেটি দেখতে থাকে। এই রংধনু তৈরির পিছনে বিজ্ঞান এবং রংধনু সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আমরা আজকে জানাবো। Read in English
Make Money Online With Mobile 2022
প্রতিদিন ফ্রি ১০০ টাকা মোবাইল রিচার্জ করুন অথবা বিকাশে টাকা নিন
রংধনু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হলে অবশ্যই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়বেন। যুগে যুগে বিজ্ঞানীরা নানা পরীক্ষা-নিরীক্ষা ঘটিয়ে রংধনু তৈরির পিছনে কারণগুলো উদঘাটন করেছেন। রংধনু সম্পর্কে সে সকল কারণ এবং ব্যাখ্যা সমূহ আমাদের এই নিবন্ধের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের এই নিবন্ধটিকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি।
প্রথমেই আমরা জানবো রংধনু কিভাবে তৈরি হয়।
রংধনু কিভাবে তৈরি হয়?
রংধনু তৈরির মূল কারণ হলো আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের ফলে মূলত রংধনু তৈরি হয়। সূর্যের আলো যখন পৃথিবীতে আসতে থাকে তখন বৃষ্টির পানি বা বৃষ্টির কনার মধ্য দিয়ে বিক্ষেপিত হয়ে রংধনুর সৃষ্টি হয়। সূর্য থেকে যে রং পৃথিবীতে আসে সেটি মূলত সাদা হয়। তবে আমরা জানি যে সাদা রং কিন্তু মূলত সাদা হয় না। সাদা হলো অনেকগুলো রঙের মিশ্রন। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কালো এবং লাল এই সাতটি রং একত্রিত হয়ে সাদা রং এর সৃষ্টি হয়।
ফেসবুক থেকে আয় করার উপায়। 2022 সালে ফেসবুক থেকে আয়
সাদা রং কে যখন প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তখন সেই রং আলাদা সাতটি রং এ বিশ্লেষিত হয়ে যায়। সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় বৃষ্টির ফোঁটা গুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় পথে বিক্ষেপিত হয় এবং সাতটি রং এ বিক্ষিপ্ত হয়ে বর্ণালী সৃষ্টি করে। বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো আচরণ করে বলি আমরা রংধনু দেখতে পাই। অর্থাৎ এখানে সূর্যের আলো বৃষ্টির করার মধ্য দিয়ে বিশ্লেষিত হয়ে রংধনুর সৃষ্টি করে।
রংধনু কেন সবসময় বাঁকা হয়
এক পশলা বৃষ্টির পর যখন আমরা রংধনু দেখতে পাই তখন সব সময় সেটি বাঁকানো ধনুকের মত দেখতে লাগে। সব সময়ই আমরা বাঁকানো ধনুকের মতোই রংধনু দেখতে পাই। কিন্তু রংধনু কিন্তু বাঁকানো হয় না। রংধনু হয় একদম গোলাকার। তবে আমাদের দৃষ্টির সীমার কারণে আমরা সেটিকে অর্ধচন্দ্রকার দেখতে পাই।
আলোর ভিন্ন ভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় যার ফলে সেগুলো কোন আকারে আমাদের চোখে এসে পড়ে। এবং আমরা অনেক নিচ থেকে রংধনুকে দেখি, তাই আমরা রংধনুকে বাঁকা দেখতে পাই। তবে যদি আমরা অনেক উঁচুতে অথবা সূর্য এবং রংধন এই দুইয়ের মধ্যে অবস্থান করি তাহলে আমরা বৃত্তাকার রংধনু দেখতে পাবো।
রংধনু বৃষ্টির পরেই কেন হয়?
বৃষ্টির পরে সাধারণত রংধনুর তৈরি হয়। আমরা জানি রংধনু তৈরি হয় আলোর বিচ্ছুরণের কারণে। এখানে জলকণা বা বৃষ্টির কণা প্রিজমের মত কাজ করে। যেহেতু বৃষ্টির পরেই বায়ুমণ্ডলে এই জলকণার উপস্থিতি থাকে তাই আমরা বৃষ্টির পরেই রংধন দেখতে পাই।
বৃষ্টির সময় সূর্য যে পাশে অবস্থান করে ঠিক তার বিপরীত পাশে রংধনু দেখা যায়। অর্থাৎ সকালের এক পশলা বৃষ্টির পরে পশ্চিম দিকে রংধনুর সৃষ্টি হবে। আবার বিকেলের এক পশলা বৃষ্টির পরে আমরা পূর্ব আকাশে রংধনু দেখতে পাই।
রংধনুতে কয়টি রং থাকে?
সাদা রং মোট সাতটি রং এর সমন্বয় তৈরি। সাতটি রং কে একত্রে বেনিআসহকলা বলা হয়। অর্থাৎ রংধনুতে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কালো এবং লাল রং থাকে। তবে এক সময় মানুষের বিশ্বাস এমন ছিল না। ন আইজ্যাক নিউটন রংধনুর সাতটি রং এর বর্ণছটা আবিষ্কারের পূর্বে সবাই মনে করত রংধনুতে তিনটি রং রয়েছে।
বর্তমানে এমন কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা মনে করেন রংধনুতে কেবল সাতটি রং বিদ্যমান। তবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রংধনুতে মোট সাতটি রং থাকে।
দুপুরের সময় কেন রংধনু দেখা যায় না?
আলোর বিচ্ছুরণের ফলে রংধনু দেখা যায়। আমরা জানি যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর সময় বৃষ্টির কনা বা জলকানোতে বিচরিত হয়ে রংধন সৃষ্টি হয়। সূর্যের আলো যখন বৃষ্টির কনাকে ৪২° কোণে ভেদ করে তখন রংধনু তৈরি হয়।
দুপুর বেলা সূর্য খাড়া ভাবে অবস্থান করার ফলে এই কোন তৈরি করা সম্ভব হয় না। যার ফলে দুপুর বেলা রংধনু দেখা যায় না।
শেষ কথা
রংধনু অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। সূর্যের আলো বিচলিত হয়ে সূর্যের বিপরীত পাশে রংধনুর সৃষ্টি করে। কখনো একটি, কখনো দুইটি, কখনো বা তিনটি পর্যন্ত রংধনুর সৃষ্টি হয়। সাধারণত সকালে অথবা বিকেলের দিকে এক পশলা বৃষ্টির পরে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়।
রংধন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আমাদের এই নিবন্ধ থেকে উল্লেখ করা হয়েছে। রংধনু কেন হয় কখন হয় কিভাবে হয় সকল তথ্য এই নিবন্ধ থেকে জানা যাবে। এই ধরনের আরো সুন্দর সুন্দর তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।