Islam

রোজার নিয়ত এবং সেহরি ও ইফতারের দোয়া

রোজার নিয়ত, সেহরির দোয়া ও নিয়ত, ইফতারের দোয়া ও নিয়ত জেনে নিন।

রহমত এবং বরকতের রমজান মাস এখন আমাদের নিকট উপস্থিত। রমজান মাস বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য এক অতি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের ৩০ টি সিয়াম প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরয করা হয়েছে। ২৩ মার্চ ২০২৩ তারিখ থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়েছে। রমজান মাস আসার পরেই সকলের সেহেরী ও ইফতারের দোয়া এবং রোজার নিয়ত নিয়ে চিন্তিত থাকেন। সেহরি ও ইফতারের দোয়া আজকের নিবন্ধনে উল্লেখ করা হয়েছে।

আমরা আমাদের আজকের নিবন্ধনে রমজান মাসের জন্য গুরুত্ব সব আর আলোচনার মধ্যে থেকে রোজার নিয়ত এবং সেহরি ও ইফতারের সকল গুরুত্বপূর্ণ দোয়া সমূহ নিয়ে আলোচনা করেছি। রোজার নিয়ত এবং সেহেরি ও ইফতার এর সকল দোয়া সমূহ আপনারা আজকের নিবন্ধন থেকে বিস্তারিত ভাবে জানতে পারছেন। আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সকল তথ্য সমূহ জেনে নিন। সেহরি ও ইফতারের দোয়া জানুন এবং নিয়মিত পাঠ করুন।

রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য

মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের আশায় একমাস সিয়াম পালন করবেন সকল মুসলিমরা। সাওম অর্থ বিরত থাকা যার বহুবচন হলো সিয়াম। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে রোজা বলা হয়। রোজা রাখা, সেহেরী এবং ইফতার করার জন্য আলাদা দোয়া রয়েছে। সকল মুসলিমকে এই দোয়া গুলো জানতে হবে।

আল্লাহ তা’আলা পবিত্র কুরআন মাজিদে উল্লেখ করেছেন, রমজান মাস, এতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসের রোজা পালন করে। হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গনকে দেওয়া হয়েছিল; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা বাকারা)।

রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য বলে শেষ করা যাবেনা। এই মাস আমাদের আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করে। 

রোজা রাখার নিয়ত

অনেকেই রোজা রাখার নিয়ত বা দোয়া জানেন না। আবার অনেকে জেনে থাকলেও তা ভুলে গেছেন। সে সকল মুসলিমদের জন্য রোজা রাখার নিয়ত বাংলায় প্রদান করা হলো। এর ফলে যারা আরবি পড়তে পারেন না তারাও রোজা রাখার নিয়ত জানতে পারবেন। নিচে রোজা রাখার নিয়ত ও দোয়া উল্লেখ করা হয়েছে।

রোজার নিয়ত : রমজানের রোজার জন্য সুবহে সাদিকের পূর্বে মনে মনে এই নিয়ত করবেন, নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রমজান শুরু হলেই অনেকে রোজার দোয়া ও নিয়ত নিয়ে চিন্তিত থাকেন। অনেকে মনে করেন রোজার নিয়ত মুখে করতে হয়। সমাজে প্রচলিত রয়েছে যে রোজা থাকতে হলে অবশ্যই আরবিতে নিয়ত করতে হবে। নইলে কমপক্ষে মুখে এতোটুকু বলতে হবে যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। তবে এই ধারণা মোটেই সঠিক নয়। রোজা রাখার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়। অন্তরে রোজা রাখার সংকল্প করাই যথেষ্ট। এছাড়াও রোজা রাখার উদ্দেশ্যে সেহরি করলে রোজা রাখার নিয়ত হয়ে যায়। সুতরাং এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না।

সেহেরির দোয়া ও নিয়ত

রমজান মাসের রোজা রাখার উদ্দেশ্যে মুসলিমগণ সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত সেহেরী করে থাকে। সেহেরির সময় অবশ্যই নিম্নোক্ত দোয়া পাঠ করতে হবে। সেহেরি দোয়া নিচে উল্লেখ করা হলো-

উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া সমূহ

রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হল ইফতার। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন রোজাদার ব্যক্তি সকল প্রকার পানাহার এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে নেয়। ইফতারের সময় অবশ্যই নিম্নোক্ত দোয়া পড়তে হবে। আপনারা অনেকেই ইফতারের দোয়া জানেন না। আবার অনেকেই জেনে থাকলেও তা ভুলে গেছেন। আমাদের আজকের নিবন্ধনে ইফতারের আগে, ইফতার করার সময় এবং ইফতারের পরে পঠিতব্য দোয়া নিচে উল্লেখ করা হলো-

ইফতারের কিছুক্ষণ পূর্বে ‘ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী’ এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে। অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন।

ইফতারের দোয়া : আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আ’লা রিযকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

Akash

I am Akash Mahmud and I am a Graduate. I love to write articles. I am friendly and helpful. You will get your required information here. Keep Supporting Us.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Turn Off Adblocker to Get Your Information